কল্যাণ রিপোর্ট: চাঁচড়া ইউনিয়নে মাহিদিয়া বাজারে নির্বাচনী প্রচারণার সময় আসমত আলী (৩৪) নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নৌকার প্রার্থী সেলিম রেজা পান্নুর কর্মী বলে দাবি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আসমত আলী অভিযোগে বলেন, নৌকার প্রার্থী সেলিম রেজা পান্নুর প্রচারণায় মোটরসাইকেলযোগে গোয়ালদিয়ায় যাচ্ছিলাম। মাহিদিয়ার কাছে পৌঁছালে বাইকের তেল শেষ হয়ে যায়। এ সময় তিনি ও লাভলু পাম্পে তেল নিতে গেলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা অতর্কিত হামলা করে। তিনি বলেন আমি দৌঁড়ে পালিয়ে এসেছি। তবে লাভলুর কপালে কি ঘটেছে তা বলতে পারবো না।
যশোর জেনারেল হাসপাতালের কতব্যরত চিকিৎসক ফিরোজ মাহমুদ বলেন, আসমতের মাথায় আঘাত লেগেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।