সংবাদ সম্মেলনে ইউনিয়ন আ.লীগ সভাপতি ওয়াজেদ আলীর অভিযোগ
কল্যাণ রিপোর্ট
গতকাল সোমবার প্রেসক্লাব যশোরে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল সংবাদ সম্মেলন করে নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিলের দাবি করেছেন। তিনিি বলেন, পান্নু একজন সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারী, এক সময় একটি ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রত্যাশীদের নামের যে তালিকা পাঠানো হয় তাতে সেলিম রেজা পান্নুর নাম ছিল না। অথচ কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। অথচ ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয় সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই প্রকাশ্য দিবালোকে চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাদির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভূইয়া। আনারুল করীম আনু, কবিরুজ্জামান, শামীম রেজা, ফিরোজ কবীর পিকুল, মনজুরে মাহবুব, সাজ্জাদ হোসেন বাবু ও শেখ সাদিয়া ও আব্দুর রাজ্জাক ফুল।