নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বকচর হুশতলা এলাকায় চাঁদাবাজির অভিযোগে নজরুল ইসলাম ওরফে বাবুল পাটোয়ারীসহ অপরিচিত ৭/৮ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার শহরের বকচর হুশতলা এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে শ্রমিক নেতা রবিউল ইসলাম ওরফে মিন্টু গাজী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুলরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি নজরুল ইসলাম বকটর হুশতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ মতে, শ্রমিক নেত রবিউল ইসলাম ওরফে মিন্টু গাজী মটর পার্টস ব্যবসায়ী। শহরের বকচর এলাকায় নিউ গাজী মটরস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত ১ মার্চ সন্ধ্যায় আসামিরা নিউ গাজী মটরস পার্টেসের দোকানে এসে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে ১৫ দিনের মধ্যে দিয়ে দিতে হুমকি দিয়ে যায়। নির্ধারিত দিনে চাঁদার টাকা না দেয়ায় আসামিরা খুন জখমের হুমকি দিয়ে যায়। গত ২৮ এপ্রিল রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্দ করে মিন্টু গাজী বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর চক্ষু হাসপাতালের সামনে আসামি বাবুল পাটোয়ারির বাড়ির সামনে মোটরসাইকেল গতিরোধ করে চাঁদার ১৫ লাখ টাকা দবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা গলায় চাকু ধরে পকেটে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাকি টাকা ৭ দিনের দেয়ার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।