কল্যাণ রিপোর্ট
যশোর শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া আমতলায় পারভীন সুলতানা (৩৫) নামে এক গৃহবধূর কাছ থেকে চাঁদাবাজি করার সময় রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাকিবের বাড়ি শেখহাটি বাবলাতলায়।
রবিউল ইসলামের স্ত্রী পারভীন সুলতানা এজাহারে উল্লেখ করেছেন, গত ২০ ডিসেম্বর রাত ১০টার দিকে আসামি রাকিব তার বাড়িতে যায় এবং তাকে ডেকে বলে তার নামে মামলার আছে। মামলা থেকে খালাস পাওয়ার জন্য টাকার প্রয়োজন। কিন্তু তার কাছে টাকা নেই। তাই ৫ হাজার টাকা দিতে হবে। তিনি টাকা নেই বলে জানালে রাকিব চলে যায়। এবং যাওয়ার সময় বলে ‘টাকা জোগাড় করে রাখতে হবে। পরে এসে নিয়ে যাবে। ’
গত ২১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাকিব ফের তার বাড়িতে যায় এবং দাবিকৃত ৫ হাজার টাকা দিতে বলে। তিনি তার হাতে ৫০০ টাকা দেন। কিন্তু ওই টাকায় হবে না বলে জানায় এবং ভয়ভীতি দেখায়। তিনি কৌশলে সদর পুলিশ ফাঁড়িকে মোবাইল ফোনে অবহিত করেন। ফাঁড়ির এসআই আল-আমিন সংবাদ পেয়ে ওই বাড়িতে যান এবং রাকিবকে আটক করেন। পরে তার কাছ থেকে চাঁদা হিসাবে নেয়া ৫০০ টাকাও উদ্ধার করেন।
এসআই আল আমিন জানিয়েছেন, রাকিবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এই মামলায় তাকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।