বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার অনিয়মিত সদস্যদেরকে নিয়মিত করার দাবিতে রোববার সমিতির সাধারণ সম্পাদককে স্মারকলিপি প্রদান করেছেন বিশিষ্ট পার্টস ব্যবসায়ীরা।
স্মারকলিপিতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব সেক্টর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রয়োজনীয় অনেক কাজ সময়মতো করা সম্ভব হয়নি। যেকারণে আমাদের সমিতির কিছু সদস্য সময়মতো চাঁদা পরিশোধ করতে পারেনি। এজন্য তাদেরকে নতুনভাবে ১৫ দিন সময় বৃদ্ধি করে চাঁদা পরিশোধ করার দাবি জানাচ্ছি। এতে সমিতিরও উন্নয়ন সাধিত হবে।
স্মরকলিপিতে স্বাক্ষর করেছেন যশোর চেম্বার অব কমার্স ও মটরপার্টস সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলু, উপদেষ্টা কাসেদুজ্জামান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান জামান, বর্তমান নির্বাহী কমিটির দুইজন সহসভাপতি, প্রচার সম্পাদক, কোষ্যধ্যক্ষ, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও দুইজন নির্বাহী সদস্য।
এ ব্যাপারে তরুণ ব্যবসায়ী আহাদ আয়রণ স্টোরের স্বত্ত্বাধিকারী এজাজ উদ্দিন টিপু জানান, সমিতির বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ীদের নিয়মিত করার দাবি জানাচ্ছি। সকলে মিলে সমিতির হাতকে শক্তিশালি করে মটরপাটর্স ব্যবসায়ীদের উন্নয়নে একসাথে কাজ করতে চাই।
স্মারকলিপি গ্রহণকালে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ বলেন, ব্যবসায়ীদের এই দাবি আমরা আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করব।