রাজগঞ্জ প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট বাজারে বিএনপির মুছা ও ইকবাল পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নেংগুড়াহাট বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষে মুছা গ্রুপের আ. হাই ও তার ছেলে সোহেল এবং ইকবাল গ্রুপের কবির হোসেন আহত হয়।
নেংগুড়া বাজারের পশ্চিম মাথায় বিএনপির কমিটি গঠন ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিষয়ে কথা কাটাকাটি হয় ইকবাল পক্ষের কবির হোসেনের সাথে মুছা পক্ষের আব্দুল হাইয়ের। একপর্যায়ে নেংগুড়া আমতলা মোড়ে আব্দুল হাই ও তার ছেলে সোহেলসহ কয়েকজন কবির হোসেসকে মারপিট করে। খবর পেয়ে কবির পক্ষের নেতাকর্মীরা আব্দুল হাই ও তার ছেলেকে ধাওয়া করে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে।
খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল ওয়াদুদ বলেন, আমাদের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় আমরা দুর্বৃত্তদের ধরে মারপিট করেছি। এ বিষয় মুছা পক্ষের লোকজনদের না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।