ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌরসভা এলাকায় ইনানুর রহমান (৪০) নামে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ৩১ ডিসেম্বর সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চায়ের দোকান আছে। তিনি রাতে দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কার্যক্রম শুরু হয়েছে।