কল্যাণ রিপোর্ট
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের পিটিআই রোড ষষ্টিতলাপাড়ার অনীল দেবনাথের ছেলে রিংকু দেবনাথ বাদী হয়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মাসুদ পারভেজের বাড়ির ভাড়াটিয়া আমিরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে।
মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী রিংকু দেবনাথ চুড়িপট্টির সিটি গোল্ড ব্যবসায়ী। মার্কেটের মানেজারের কাছে যাতায়াতের সুবাদের তার সাথে পরিচয় হয় আমিরুলের। আসামি আমিরুল চেকটি চুরি করে নিজের ইচ্ছামত টাকার অংক বসিয়ে নগদায়নের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জমা দিলে ম্যাসেজের ম্যাধ্যমে অবগত হয় বাদী রিংকু। এরপর তিনি আসামিকে খোঁজাখুজি করে দেখা করতে ব্যর্থ হন। ২৪ নভেম্বর একজন আইনজীবী সাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ পান তিনি। তিনি গত ৯ ডিসেম্বর সাক্ষীদের নিয়ে ভাড়া বাড়িতে যেয়ে আসামিকে পেয়ে চেকটি ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করে মামলা ও খুন জখমের হুমকি দেয়। পরে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি বুধবার আদালতে এ মামলা করেছেন।