আবদুল্লাহ আল মামুন চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহত হাসান ও ইমনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার(১২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে (চৌগাছা-যশোর ) রোডে কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলো। এসময় অপর দিক দিয়ে একটি মাইক্রোবাস যশোরের দিকে যাচ্ছিল। এমন সময় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা যশোরের কাঠালতলার বাসিন্দা জাহিদুলের ছেলে স্বাধীন ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত পেয়ে নিহত হন। মোটরসাইকেল থাকা বাকি দুইজন একই এলাকার ইবাদতের ছেলে ইমন (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান(১৭) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।