চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে মঙ্গলবার বিকেলে থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাইফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান, পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, চৌগাছা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান, পৌরসভার কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।