চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় সেলিম হোসেন নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের মাঠে দাউদ হোসেনের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। মৃত সেলিম হোসেন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সেলিম হোসেন বুধবার সকাল থেকে গ্রামের জনৈক দাউদ হোসেনের ধানক্ষেতে আট থেকে ১০ জন কৃষিশ্রমিকের সঙ্গে রোপা আমনের চারা রোপণ করছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টি ও বজ্রপাত হওয়া শুরু করলে সব শ্রমিক মাঠ ছেড়ে গ্রামের দিকে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে সেলিম জ্ঞান হারান। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন সেলিমের মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।