চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় জগদীশপুর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, চৌগাছা থানা পুলিশের সহযোগিতায় জগদীশপুরে অভিযান চালিয়ে যশোর ড-১১-১১৬৮ নম্বরের একটি ড্রাম ট্রাক, ৭টি বেলচা, ১টি কোদাল, ১টি দা, ২টি খাট ও ১ টি টিন সেটের ঘর জব্দ করেন। এ সময় শাহাজাহান, রুবেল, আজিম, শাহালম, তরিকুল ইসলামকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলনের মামলা করেন। পরে আটককৃতদের ৭ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে এ সাজা দেয়া হয়।