চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় অভিনব কায়দায় একটি বিদেশি পিস্তলসহ আবুল হাসেম মোল্লা (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। শনিবার বিকেলে চৌগাছা উপজেলার সলুয়া-কায়েমকোলা সড়কের সলুয়া উত্তরপাড়া জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হাসেম মণিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন বিদেশি পিস্তল জব্দ করা হয়। পরে তাকে নিজেদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে চৌগাছা থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করেন র্যাব সদস্যরা। রোববার তাকে চৌগাছা থানা পুলিশ যশোর আদালতে সোপর্দ করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব সদস্যরা তাকে রাতে পিস্তলসহ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।