রাজারহাট প্রতিনিধি: যশোর সদর উপজেলায় বাহারি ফলে ঠাসা অন্যতম বাজার রূপদিয়া। যেখানে সব থেকে বড় জায়গা দখল করেছে কাঁঠাল। ইতিমধ্যে এখানে জমে উঠেছে কাঁঠালের হাট। রূপদিয়ায় বসে সদর উপজেলার বৃহৎ কাঁঠালের হাট। সপ্তাহে দুইদিন হাটে আসেন বিভিন্ন জেলার ক্রেতারা।
শুক্রবার ও সোমবার হাট হলেও বৃহস্পতিবার ও রোববার বিকেল থেকেই আশেপাশের কয়েক ইউনিয়ন থেকে স্থানীয় বিক্রেতারা কাঁঠাল নিয়ে আসতে শুরু করেন। শুক্রবার কাঁঠালের এ হাট ঘুরে দেখা গেছে, স্থানীয় বাগানীরা কাঁঠালের স্তুপ সাজিয়ে বসেছেন। যেখানে রয়েছে শত শত কাঁঠাল।
বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা চাহিদা থাকায় অনেকটা চড়া দামে কিনে নিয়ে যাচ্ছেন কাঁঠাল। প্রতি বছর এই সময়ে কাঁঠালের দাম কমলেও চাহিদা বেশি থাকায় এ বছরে দাম কমেনি বলে জানান ক্রেতারা। প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে ৩০ থেকে ১৫০ টাকা দরে। কাঁঠাল বিক্রেতা সজল খান জানান, মৌসুমের শুরুতেই বিভিন্ন বাগান কিনে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি করে থাকেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যবসা ভাল হবে বলে আশা করছেন।