নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার যশোর সদরের ভায়না দক্ষিণ পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হন।
দেলোয়ার হোসেন জানান, ভায়না দক্ষিণ পাড়ার মৃত্যু আঙ্গুর দায়ের পুত্র ইদ্রিস আলী, ইসলাম ও আসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। যা আদালতে মামলা চলমান। গত মঙ্গলবার দুপুরে দেশিও অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা তার বাড়িতে এসে হামলা চালায়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে ভায়না গ্রামে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন মহল।