নিজস্ব প্রতিবেদক: যশোরে জমিজমা নিয়ে বিরোধের জেল একই পরিবারের নারী-পুরুষসহ চারজনকে মারপিট করেছে প্রতিপক্ষরা। একই সাথে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়েছে। এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
আসামিরা হলো, সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মুত খোরশেদ আলীল ছেলে মুক্তি, একই গ্রামের শফিয়ার রহমান ও তার ছেলে রকি।
বাদী রাসেল হোসেন মামলায় বলেছেন, আসামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ২৬ মে ভোর ৬টার দিকে আসামিরা বাদীর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাদীর ভাই মুকুল গালি দিতে নিষেধ করেন। এতে তারা আরো ক্ষিপ্ত হয়। এক পর্যায় মুকুলকে মারপিট শুরু করে। ঠেকাতে এসে তার সায়রা বেগমকেও মারপিট করা হয়। তার মায়ের গলায় থাকা ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে মামাতো ভাই শাকিল হোসেন, মামা লুৎফর রহমান, স্ত্রী শাকিলা বেগম, বোন শিলা খাতুন এবং ভাইয়ের স্ত্রী তাসলিমা খাতুনকেও মারপিট ও শ্লীলতাহানি ঘটায়। এরপরে তার মামা লুৎফর রহমানের বাড়িতে ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর অন্যরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাধারণ চিকিৎসা নিলেও শাকিল এবং তার মা সায়রা বেগমের অবস্থায় খারাপ থাকায় তারা ভর্তি রয়েছে। কিছুটা সুস্থ হয়ে শনিবার এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।