ক্রীড়া রিপোর্ট: বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর ফাইনালে উঠেছে নড়াইল ও সাতক্ষীরা জেলার মেয়েরা। শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গাকে ২-০ গোলে পরাজিত করে সাতক্ষীরা। দ্বিতীয় সেমিফাইনালে খুলনাকে উড়িয়ে দিয়েছে নড়াইলের মেয়েরা। তারা খুলনার জালে ৭ গোল দেয়।
রোববার দিনের প্রথম ম্যাচে অংশ নেয় সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ম্যাচের ৮১ মিনিটে প্রথম গোলমুখ খোলেন সাতক্ষীরার সুমাইয়া চুমকি। শেষ হওয়ার এক মিনিট আগে অন্তিকা রানী ব্যবধান দ্বিগুণ করেন।
আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।