নিজস্ব প্রতিবেদক ॥ জালিয়াতির মাধ্যমে অন্যের মায়ের নামের সাথে নাম মিলিয়ে ভুয়া কাগজ তৈরি করে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন আব্দুল গফ্ফার নামে এক ব্যক্তি। ভাতা বন্ধে তার সৎভাই আব্দুর রশিদ যশোর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আব্দুল গফ্ফার সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মৃত জাহাতাপ মোল্যা এবং মৃত সখিনা বেগমের ছেলে।
অভিযোগে আব্দুর রশিদ বলেছেন, অভিযুক্ত আব্দুল গফ্ফার তার সৎ ভাই। আব্দুল গফ্ফারের মায়ের নাম সখিনা বেগম। আর আব্দুর রশিদের মায়ের নাম জাহানারা খাতুন। জাহানারা খাতুনের ৫ ছেলে ও দুই মেয়েসহ ৭টি সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল মান্নান ১৯৭১ সালে যুদ্ধারত অবস্থায় শহীদ হন। সে কারণে আব্দুল মান্নানের পক্ষে তার মা জাহানারা খাতুন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করতেন। জাহানারা খাতুনের মৃত্যুর পরে তার চার ছেলে ও দুই মেয়ে মায়ের ওয়ারিশ সূত্রে ভাতার টাকা গ্রহণ করেন। কিন্তু শহীদ আব্দুল মান্নানের পিতার দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের ছেলে আব্দুল গফ্ফার ওই ভাতার টাকায় ভাগ বসাতে জালিয়াতির আশ্রয় নেন। তার মায়ের নাম সখিনা বেগমের স্থলে জাহানারা লিখে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে। ওই কাগজপত্র জমা দিয়ে আব্দুল গফ্ফার মুক্তিযোদ্ধা ভাতার টাকায় ভাগ বসিয়েছেন। এই নিয়ে তাদের পরিবারের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। ফলে গফ্ফারের জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা ভাতার টাকা বন্ধে জেলা প্রশাসকের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।