কল্যাণ ডেস্ক: সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ- ও এক কোটি টাকার অর্থদ-ের বিধান রেখে জাল মুদ্রা প্রতিরোধ আইন করতে যাচ্ছে সরকার। আইনটির খসড়া তৈরি করা হয়েছে। জনসাধারণসহ সংশ্নিষ্ট পক্ষগুলোর মতামত নেয়ার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে জাল মুদ্রা বিষয়ে কোনো আইন নেই।
খসড়ায় বলা হয়েছে, সরাসরি মুদ্রা জাল করা বা জ্ঞাতসারে মুদ্রা জাল প্রক্রিয়ায় জড়িত থাকলে সেটি অপরাধ বলে গণ্য হবে। মুদ্রা জাল করার উদ্দেশ্যে কোনো যন্ত্রপাতি, উপাদান বা সামগ্রী প্রস্তুত বা কেনাবেচার যে কোনো প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকলেও, তা অপরাধ বলে বিবেচিত হবে।
জাল মুদ্রা তৈরি ও লেনদেন কার্যক্রমে, জড়িত থাকলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ- ও এক কোটি টাকা অর্থদ-ে দ-িত হবেন। অর্থদ- পরিশোধে ব্যর্থ হলে আরও পাঁচ বছরের জেল হবে। এ আইনের আওতায় পুলিশ, সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নিকটস্থ থানায় মামলা করতে পারবে।
দেশে প্রায়ই জাল নোট ধরা পড়ে। সম্প্রতি অন্য দেশের জাল মুদ্রাও ধরা পড়েছে বাংলাদেশে।