জ্যেষ্ঠ প্রতিবেদক: জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আপদ মস্তক সৎ রাষ্ট্রনায়ক ও রাজনীতিক। যার সততা দেশ প্রেম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তার সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত না।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার সংগঠনটি প্রেসক্লাব যশোরে ‘শহীদ জিয়ার আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সততা আর দেশ প্রেম ছিল জিয়াউর রহমানের মূল শক্তি। তিনিই একমাত্র স্বাধীন সার্বভৌম ভুখন্ডের স্বপ্ন দেখেছিলেন। তার অবিস্মরণীয় সকল কর্মকান্ড ইতিহাসের পাতায় কালজয়ী স্বাক্ষী হয়ে আছে।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, আজকে এই কতৃত্ববাদী শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের সকল কৃিতত্ব আত্মসাৎ করার জন্য ইতিহাস বিকৃত করছে। তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দিচ্ছে না।
সেমিনারে জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অ্যাড. কাজী মনিরুল হুদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জাফর সাদিক, জিয়া পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রকৌশলী শরিফুজ্জামান খাঁন, জেলা জিয়া পরিষদের যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম প্রমুখ। সেমিনার পরিচালনা করেন, জিয়া পরিষদের জেলা সদস্য সচিব অধ্যাপক সিরাজুল ইসলাম ও সদস্য আরিফ হোসেন লতা।