জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ডে একটি পরিবহনে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ছয় হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালায় বিজিবি সদস্যরা।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক শাহিন আজাদ জানান, জীবননগর-কালীগঞ্জ সড়কে সম্রাট পরিবহনে তল্লাসি চালিয়ে ইয়াবার এই চালানটি আটক করা হয়। একটি মিষ্টির প্যাকেটে বিশেষ ব্যবস্থায় ইয়াবার চালানটি আনা হচ্ছিল। এগুলো মিয়ানমারের তৈরি বলেও নিশ্চিত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত কিংবা গ্রেফতার করা সম্ভব হয়নি।