নিজস্ব প্রতিবেদক
‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও বিকল্প গড়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিল্পবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার কর’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার যশোর জেলা আইনজীবী সমিতি মিলানায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্র (সিপিবি) যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, আমরা একটি পতাকা পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি কিন্তু গণতন্ত্র আজও পাইনি। লুটপাট, রাহাজানি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আজও ঘোচেনি। পাকিস্তান আমলে যেমন এদেশে দু’তরফা অর্থনৈতিক ব্যবস্থা ছিল স্বাধীন বাংলাদেশে এখনো সেই ধারাবাহিকতা চলছে। এক শ্রেণির মানুষ এদেশের অর্থ লুট করে দেশের বাহিরে তাদের সাম্রাজ্য তৈরি করছে আর এদেশের সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম আরো জোরদার করতে হবে।
তিনি বলেন, জীবন দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে।
তিনি যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের মানুষের কথাও বলেন। দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ইলাহাদাদ খান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহবুবুর রহমান মজনু, সদস্য সচিব বীথিকা সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, সাবেক কমিউনিস্ট নেতা আজিজুল হক মণি, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ প্রমুখ।