কল্যাণ রিপোর্ট:
যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের টয়লেটের পানিতে ওয়ার্ডের ভেতর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ময়লা পানির দুর্গন্ধে মধ্যে রোগীরা বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছে।
মারাত্মক স্বাস্থ্য ঝুকির মধ্যে চিকিৎসা নেয়া রোগীদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিরব রয়েছে বলে রোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই অনাকাক্সিক্ষত পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
জেনারেল হাসপাতালের নিচ তলার প্রসূতি ওয়ার্ডের ভেতরে টয়লেটের ময়লা ও বর্জ্য নিষ্কাশনের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ায় ময়লা পানিতে ভাসছে ওয়ার্ডের মেঝে। ফলে ওই ওয়ার্ডে ভর্তি নবজাতকসহ প্রসূতি মায়েরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
ওয়ার্ডে ভর্তি রোগী ও স্বজনরা অভিযোগ করেন, গত ৪-৫ দিন ধরে এই সমস্যা। আমরা নার্সদের জানিয়েছি তারা বলে লোক আসছে ঠিক করবে। কিন্তু ঠিক আর হচ্ছেনা।
ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা বলেন, আমরা আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সকালে তা ঠিক করে গেছে। ওয়ার্ডের মহিলারা বাদ দেয়া স্যানিটারি দ্রব্য ও কাপড়ের টুকরা ফেলায় আবারও বন্ধ করে ফেলেছে প্যানের মুখ।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।