আন্তর্জাতিক ডেস্ক: জেলেনস্কির সঙ্গে প্রেম করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভা। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এমনই এক খবরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। এর মধ্যেই জানা যায়, পুতিনকন্যা ক্যাটেরিনা টিখোনোভার প্রেমিকের নামও জেলেনস্কি। এ নিয়ে শুরুতেই সৃষ্টি হয় বিভ্রান্তি।
তবে এই জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট নন, তিনি একজন নৃত্যশিল্পী। যার পুরো নাম ইগর জেলেনস্কি। এ ঘটনা বের হয়ে আসে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম আইস্টোরিজ এবং জার্মানির ডের স্পিগেলের তদন্তে।
ক্যাটেরিনা টিখোনোভা পুতিনের ছোট মেয়ে। রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার কিরিল শামালভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ২০১৭ সালে তারা আলাদা হয়ে যান। এরপরই ইগর জেলেনস্কির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ক্যাটেরিনা। নৃত্যশিল্পী জেলেনস্কিও আগে বিবাহিত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ইউক্রেনে রুশ বাহিনীর ‘নৃশংসতার’ চিত্র সামনে আসার পর মস্কোর বিরুদ্ধে নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার আলোচনায় সম্প্রতি উঠে আসে পুতিনের দুই মেয়ে মারিয়া ও ক্যাটেরিনার নাম। যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞার নিশানাও হয়েছেন তারা।
মারিয়ার জন্ম ১৯৮৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেলিনগ্রাদে। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর পড়েছেন মস্কো স্টেট ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি শিক্ষকতা-গবেষণা পেশায় যুক্ত।