নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাঁপা বাঁওড়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভ্রমণ পিপাসু মানুষের বিনোদন আরও আনন্দঘন করার জন্য প্রমোদ তরির উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝাঁপা বাঁওড়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও রাজগঞ্জ ক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজু আহমেদ প্রমুখ। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ম্যুরাল ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন কাজে পরিদর্শন করেন।