নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: শনিবার থেকে যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগ ৩ মাস মেয়াদি ফ্রি কম্পিউটার, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উপজেলার সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা প্রকল্পের অধীনে ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্সের বিশেষ ক্লাস পরিচালনা করেন আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আহসান কবীর।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে আইসিটি দক্ষতা অর্জন করার বিকল্প নেই এবং আইসিটি দক্ষতা অর্জনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যাবে। সকালে পেন ফাউন্ডেশনের পরিচালনায় ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ঝিকরগাছা বাজারে অবস্থিত রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের বিশেষ ক্লাসে বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন, শিক্ষার্থী আয়ুব হোসেন, শান্তাহার মিথি ও রতœা ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। ৯০জন শিক্ষার্থী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।