বাগআঁচড়া প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার কুলবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফার রহমানের (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)।
শুক্রবার সকাল ১০টায় তার নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ৯ সন্তানের মাঝে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক উপজেলার পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার মাহাবুবুল হক, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভদ্র, বাঁকড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান, শংকরপুর ইউনিয়ান পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার অজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গুণগ্রাহীরা।