ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামে ভাইপোর হাতে চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে জমাজমির বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় নিহতের পিতা আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
থানার ওসি সুমন ভক্ত জানান, শফিয়ার রহমান ওরফে শফি নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর শনিবার বিকাল ৫টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়েছে।