নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ বুস্টার ডোজ কার্যক্রমে মানুষের ভীড় জমেছে। দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজ কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় মানুষের ভীড় (উপস্থিতি) বেড়েছে।
বেলা বারোটার মধ্যে বুস্টার ডোজ ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে মাগুরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চলছে। পাশাপাশি উপজেলার ১১ ইউনিয়নের ৩৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কার্যক্রম চলছে। লোকজনের আগ্রহ এবং উপস্থিতিও বেশি।
ইতোমধ্যে মাগুরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ৩০০ জনের বুস্টার ডোজ দেয়ার পর তার ফুরিয়ে গেছে। এ ব্যাপারে ওই কেন্দ্রের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন জানান – বেলা ১২ টার মধ্যেই ডোজ ফুরিয়ে গেছে, অবশিষ্ট জনদের আগামী মঙ্গলবার এই ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন।
পঁয়ষট্টি বছর বয়সী পৌর সদরের মোবারকপুর গ্রামের আব্দুল কাদের বলেন – বুস্টার ডোজ দিয়ে এখন ভালোই লাগছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস (ইপিআই) কামরুজ্জামান জানান- প্রথম দিনে উপজেলার ১১ হাজার ৪০০ জনকে বুস্টার ডোজ দেয়ার টার্গেট নেয়া হয়েছে।