ঝিনাইদহ প্রতিনিধি
শনিবার ভোর ৫ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে কারোনা আক্রান্ত হয়ে কাজী আব্দুর রশিদ (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের বাসিন্দা। কয়েকদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৪ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে ভাইরাসটি সনাক্ত হয়েছে। যা নমুনা পারীক্ষার তুলনায় ৩৩ শতাংশ। সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯৮৪৬ জনে আর এই সময়ের মধ্যে মারা গেছেন ২৬৯ জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনার তৃতীয় ঢেউয়ে জেলার সদর উপজেলায় একজন এবং শৈলকুপা উপজেলায় এক জনের মৃত্যু হল।