নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে নির্বাচনীয় আইন আর আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পক্ষে ভোট চাইছেন ঝিনাইদহ-১ আসনের (শৈলকূপা) সংসদ সদস্য আব্দুল হাই। তার এ কাজের বিরুদ্ধাচারণ করে প্রতিদিনই অনেকে অভিযোগ করছেন। তিনি হাজার হাজার মানুষ নিয়ে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থীদের পক্ষে আর বিদ্রোহীদের বিপক্ষে সভা-সমাবেশ করছেন।
আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস বলেন, গত ১৩ ডিসেম্বর এমপি সাহেব আবাইপুরে আনুমানিক দুই হাজার লোকের সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ওই সভায় নৌকার প্রার্থী উপস্থিত ছিলেন। এ বিষয়ে আমি নির্বাচন কমিশন, ঢাকা, ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসে অভিযোগও করেছি।
দিগনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এ বি এম মুক্তারুজ্জামান বলেন, এমপি সাহেব বিশেষ বর্ধিত সভার নামে নির্বাচনী সভা করে গেছেন। নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তিনি এভাবে সভা করতে পারেন না। তার উপস্থিতিতে অন্য প্রার্থীরা আমাদের নানা হুমকি-ধমকি দিয়ে বক্তব্যও দিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য শৈলকূপার সংসদ সদস্য আব্দুল হাইয়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আ. ছালেক বলেন, তিনি আর এমন করবেন না বলে আমাদের কথা দিয়েছেন। আমাদের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিলে বা নিষেধাজ্ঞা দিলে আমরা সেই চিঠি তার কাছে পৌঁছে দেবো।