ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রূপসা পরিবহনের বাসের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শেখপাড়া বাজারে দুঃখী মাহমুদ কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় ৪ ঘটিকায় কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা বাস বেপরোয়াগতিতে ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়াতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্য এবং এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছে।