বিনোদন ডেস্ক: সুশান্তের মৃত্যু ও মাদককাণ্ডে নাম জড়ানোর পর রিয়া চক্রবর্তীর হাতে খুব একটা কাজ নেই । তবে শোনা যাচ্ছে বলিউডের এই নায়িকা টালিউড পাড়ার সিনেমায় কাজ করতে চলেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশ্ন তবে কি সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা পদার্পণ করবেন টালিউডে?
রিয়াকে নিয়ে টালিউডের সিনেমা করার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন প্রযোজক রানা সরকার। জন্মদিনে বঙ্গতনয়া রিয়াকে শুভেচ্ছা জানিয়ে তার পরিচালক লেখেন, ‘কলকাতায় আসুন। আমাদের সঙ্গে কাজ করুন।’
ভারতীয় সংবাদমাধ্যমে প্রযোজক রানা সরকার বলেছেন, ‘আমার পরবর্তী সিনেমায় রিয়াকে নিয়ে কাজ করতে চাইছি। রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। উনি এ বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছেন। তার সিদ্ধান্ত জানা গেলেই কাজে হাত দেব।’
রিয়ার বিতর্কিত জীবন নিয়ে খুব একটা ভাবছেন না রানা সরকার। তিনি বলেছেন, ‘আমি এ বিষয়গুলো নিয়ে ভাবছি না। একজন শিল্পী বিতর্কে জড়িয়ে পড়লে তার শিল্পীসত্তা নষ্ট হয়ে যায় না। রিয়ার সঙ্গে অন্যায় হয়েছে। আমি মনে করি রিয়ার কোনো দোষ ছিল না।’
রিয়া যদি সিনেমার প্রস্তাবে রাজি হন, তবে তার বিপরীতে কাকে দেখা যাবে চিত্রনাট্য কেমন হবে এই বিষয়ে মুখ খোলেননি প্রযোজক। রানার কথায়, ‘রিয়ার অভিনয় ভালো, সেই সঙ্গে ভালো বাংলা বলতে পারে। ওকে নিয়ে কাজ করতে ভালোই লাগবে।’
অতীতের ঘটনাকে পেছনে ফেলে ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া। শুরু করেছেন কাজ। এখন দেখার পালা বলিউডের পাশাপাশি টালিউডেও দেখা যাবে কি না।