Friday, August 12, 2022

টি-টোয়েন্টি অধ্যায়ে ইতি টানলেন তামিম

ক্রীড়া ডেস্ক : অনানুষ্ঠানিক ঘোষণা বেশ কয়েকবার দিয়েছিলেন ইশারা ইঙ্গিতে। তবে প্রতিবারই সরাসরি কথা বলতে এড়িয়ে গেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর আর কোনো রাখঢাক করেননি তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন তামিম।

তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ হয় তামিম ইকবালের। জাতীয় দলের হয়ে সবশেষ ক্রিকেটের শর্টার ফরম্যাটে তাকে দেখা যায় ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

জাতীয় দলের জার্সি গায়ে শর্টার ফরম্যাটের ৭৮টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ৭৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ৭৫৮ রান। যেখানে তার রয়েছে সর্বোচ্চ ১০৩ রানে অপরাজিত থাকার একটি ইনিংস।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাঁহাতি এই ওপেনারের গড় ২৪.০৪ ও স্ট্রাইক রেট ১১৬.৯৬। এই ফরম্যাটে তামিমের রয়েছে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই শর্টার ফরম্যাটের ক্রিকেটের প্রতি অনীহা দেখা গিয়েছিল তামিমের বিভিন্ন আচরণে। ইনজুরি থেকে ফিরে ফিটনেসের দোহাই দিয়ে সরে দাঁড়িয়েছিলেন বিশ্বকাপ থেকেও।

এরপর নানা সময়ে তার টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে তিনি ইতি টানলেন তার ১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধীদের অভয়ারণ্য

১০ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ১২টার দিকে...

নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান মির্জা ফখরুলের

কল্যাণ ডেস্ক : দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি নিহত

কল্যাণ ডেস্ক : বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি। তালেবান প্রশাসনের...

শোক দিবসে যশোর পৌর আ’লীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক...

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা কমিটির...

ন.পাড়া নৌবন্দরে আরও ২৩ অবৈধ ঘাট উচ্ছেদ

কামরুল ইসলাম, অভয়নগর : নওয়াপাড়া নৌবন্দরে আরও ২৩টি অবৈধ ঘাটের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার...