কল্যাণ রিপোর্ট : মণিরামপুরের খেদাপাড়া গ্রামের মুজিবর সরদারের ছেলে মামুন হোসেন ও আব্দুল গণির ছেলে শামীম হোসেন গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে মণিরামপুরে ডাকাতি প্রস্তুতি মামলায় আত্মসমর্পণ করে। বিচারক মাহাদী হাসান আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১১ জুন মধ্য রাতে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া গ্রামের সড়কে বাসে ডাকাতির প্রস্তুতি নেই একদল ডাকাত। পুলিশ সংবাদ পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যেয়ে খেদাপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে ওয়াদুদকে আটক করে। অন্য আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ রামদা, গাছকাটা করাত, লোহার রড, দড়ি, বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ব্যাপারে মণিরামপুর থানার এ এসআই আব্দুর রহমান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি মামুন ও শামীম দীর্ঘদিন পলাতক থেকে গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে।