ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
বিয়ের আট মাস না যেতেই জয়ন্তী রানী মন্ডল (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার রাজনগর গ্রামের ওই নববদূর শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের কৌশিক বিশ্বাসের স্ত্রী। কৌশিকের সাথে প্রায় আট মাস আগে তার বিয়ে হয়েছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকে জয়ন্তীর কলেজে পড়া নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য লেগেই ছিল। যা নিয়ে সোমবার রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই হয়ত সে আত্মহত্যা করতে পারে। লাশের সুরোতহাল রির্পোটে দেখা গেছে, নিহতের শয়নকক্ষে নিজের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। তবে তার শরীরের কোথাও তেমন কোন আঘাত বা ক্ষত চিহ্ন দেখা যায়নি।