সুমন ব্রহ্ম,ডুমুরিয়া: ডুমুরিয়ায় নিন্মচাপের বৃষ্টিতে তলিয়ে গেছে চলতি মৌসুমে আমন ধান। কৃষকরা রয়েছে দুূশ্চিন্তায়। তিন দিন ধরে বিরতিহীন ভাবে চলছে গুড়িগুড়ি বৃষ্টিসহ হালকা বাতাস।
বর্তমান আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭৮হাজার ১২৫ টন। কিন্তু এই বৃষ্টির কারণে সাড়ে ৫হাজার হেক্টর জমির ধান এখনও মাঠে রয়েছে। অনেকের ক্ষেতের ধান কাটা অবস্থায় জমিতে রয়েছে।অনেকের কাটা ধান পানিতে তলিয়ে গেছে। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে বেশির ভাগ কৃষকরা চিন্তার কথা বলেন এমনকি তাদের মধ্যে কয়েকজন বৃষ্টি থেমে গেলে পানি সরিয়ে তারপর ধান মাঠ থেকে নিয়ে আসতে পারবেন বলেও জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন বলেন, দ্রুত বৃষ্টির পানি সরে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবেনা। উপ-সহকারী কৃষি অফিসারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আগামীতে কৃষি প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। সেই ভাবেই উপ-সহকারী কৃষি অফিসারদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।