ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুুুরিয়া সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার গুটুদিয়া মোড়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো জ-০৪-০১৭১) সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। গুটুদিয়ায় মোটরসাইকেলের সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে। ঘটনাস্থলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিশখালী আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার গোলনার আব্দুল খালেক গাজী (৬৫) নিহত হন।