তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জালালপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের তৎপরতায় তালার জেঠুয়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীর ঘটা করে বিয়ের আয়োজন ভেস্তে গেছে। একই গ্রামের মিটুন ফকির (২৬) এর সাথে শুক্রবার এ বাল্যবিয়ের আয়োজন করে উভয় পরিবারের অভিভাবকরা।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের তত্বাবধানে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের দিকনির্দেশনায় এ বিয়েটি বন্ধ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার জানান, বাল্যবিয়ে বন্ধে তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসারের দপ্তর কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ ও সচেতনতা সৃষ্টিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা কাজ করে যাচ্ছে।
তিনি জানান, শুক্রবার (২৮ জানুয়ারী) তালার উত্তর জেঠুয়া গ্রামের এক শিশু কন্যার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে তার পিতা আলাউদ্দীন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা।
এ খবর পেয়ে জালালপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর সরদার নাজমুল ইসলামের নেতৃত্বে ক্লাবের সদস্যরা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের নির্দেশনায় শিশু বিথির বাড়িতে যান এবং বিয়ে হবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস তাঁর দপ্তরে আগামী রোববার বাল্যবিয়ের সাথে সম্পৃক্ত উভয় পরিবারের অভিভাবকদের তলব করেছেন বলে জানা গেছে।