নিজস্ব প্রতিবেদক: যশোরে তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগে থানায় মামলা হয়েছে। সদর উপজেলার ভায়না গ্রামের সরদারপাড়ার বিপুল হাসান রুবেল মঙ্গলবার ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলা করেছেন। এ মামলায় স্বাধীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্বাধীন ভায়না সরদারপাড়ার ইবাদ আলীর ছেলে।
এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন, একই এলাকার মাকুল হাসান, তার ছেলে স্বাধীন হাসান, ছনু বিহারীর ছেলে সোহেল রানা, তরিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন এবং ওয়াদুদ হোসেনের ছেলে রাব্বি হাসান।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাত টার দিকে বাপ্পি হাসান ও তার ভাইপো সোহান হোসেনকে তারাগঞ্জ মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ছুরিকাঘাত করে। প্রতিবেশি রনি হোসেন ঠেকাতে এলে তাকেও এলোপাতাভিাবে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। আহত বাপ্পি, সোহান হোসেন ও রনিস হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাপ্পির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আর আহত সোহান এবং রনি হোসেন এখনো যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।