খুলনা ব্যুরো :
খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিনা ভোটে নির্বাচিত এ সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না। সরকার সাধারণ মানুষের সাথে যা ইচ্ছে তাই করছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের শান্তির জন্য এই সরকারের পতন ঘটাতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিকেল ৫টায় রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।