যশোর শিল্পকলা একাডেমিতে নৃত্য ও গানে গানে দর্শক মাতালেন সুরবিতানের শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন ২৬ জন শিল্পী।
সংগঠনের সভাপতি শহীদ আনোয়ারের তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক, সঞ্জয় সরকার, দীপক রায় ও সজন মল্লিক।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপমা, ঐশিকা, মিথিলা, উর্মি, পাপিয়া ঘোষ, অনিতা দেবনাথ, সবিতা দেবনাথ, মাধবী সাহা, সুভাষ পাল, সিজা, অন্বেষা, ঐন্দ্রিলা, দিপক রায়, মেধা। এছাড়া সংগঠনের শিল্পীরা একাধিক দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে কীবোর্ডে ছিলেন সজল মল্লিক, লীড গিটারে মামুন, বেজ গিটারে রাসেল, তবলায় মৃত্যুঞ্জয়/অমিত, প্যাড ড্রামে ছিলেন সৌরভ।
-প্রেস বিজ্ঞপ্তি