খুলনা ব্যুরো :
দুই দিনের ব্যবধানে দিঘলিয়া থানা পুলিশ বন্দুক, পিস্তল, গুলি, ম্যাগজিনসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এডিশনাল এসপি (প্রশাসন) তানভীর আহম্মেদ গতকাল মঙ্গলবার ২৬ জুলাই দুপুর দুইটায় স্থানীয় সাংবাদিকদের অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার বিষয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ২৬ জুলাই বেলা পৌনে ৩ টার সময় গোপন সূত্রে দিঘলিয়া থানা পুলিশ জানতে পারে দেয়াড়া গ্রামস্থ রিনা বেগমের ভাড়া বাসায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দেয়াড়া কলোনি এলাকা ঘেরাও করে এবং রাজিব হোসেন (২৮) এবং ইসমাইল হোসেন (৩৪) নামে ২ জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ি ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি, একটি রামদা, একটি ছোরা, দুটি স্লাই রেঞ্জ, একটি লোহার হাতুড়ি, একটি স্ক্রু ড্রাইভার, একটি ছোট ব্যাগ, একটি কাঁধে ঝোলানো ব্যাগ উদ্ধার করে। আটক রাজিবের বাড়ি খানজাহান আলী থানা যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। রাজিব গত দুই মাস পূর্বে দেয়াড়া কলোনি এলাকায় রিনা বেগমের বাড়ি ভাড়া নেয়। অপর যুবক ইসমাইলের বাড়ি সেনহাটী (রেজার মোড়) এলাকায়। এডিশনাল এসপি আরো জানান, আসামিদের রিমান্ড গ্রহণসহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।