শীতের পরশে তরতর করে বেড়ে উঠছে সরিষা। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে গ্রামের ছবি। হয়ে উঠছে হলুদে মাতাল। হলুদ ফুলে মৌমাছিরাও দিচ্ছে ভালোবাসার চুমু। যশোর সদরের হরিণারবিল থেকে তোলা। ছবি : কল্যাণআবহমান গ্রামবাংলার রূপের মধ্যে জাল দিয়ে মাছ শিকারের দৃশ্যটি বেশ চিরচেনা। যশোর সদরের কাজিপুর থেকে তোলা। ছবি : কল্যাণ
নওয়াপাড়া বন্দরে নোঙর করে রাখা কার্গো ও জাহাজের সারি। ছবি : কল্যাণ
শীতের সকালে বের হয়েছেন কর্মজীবী মানুষ। যশোর সদরের বারীনগর গ্রাম থেকে তোলা। ছবি : কল্যাণ