বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, নৌকা পাশ করলে মোশারেফ চেয়ারম্যানের খুনিদের বিচার হবে। সেজন্য তারা নৌকাকে হারাতে আদাজল খেয়ে লেগেছে। জননেত্রী শেখ হাসিনা মোশারেফ চেয়ারম্যান হত্যার বিচারের জন্য তার স্ত্রীকে নৌকা প্রতিক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। দুষ্টু নেতাদের আর দলে জায়গা হবে না। আজকের পর থেকে নৌকার কর্মীদের গায়ে হাত দিলে পাল্টা আঘাত হানবেন। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার বিজয় নিশ্চিত হবে।
সদর উপজেলার ইছালী ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে মনোহরপুর বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু।
যুবলীগ নেতা আরাফাত রহমান বাসিতের সঞ্চালনায় পথসভায় স্বাগত বক্তব্য রাখেন ইছালী ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, যুবনেতা ফেরদৌস হোসেন বাবু প্রমুখ।