দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার এক মাদক ব্যবসায়ীর সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাবুল সরদার (৫৬) ফেনসিডিলসহ আটক হয়। তার বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছে।
পুলিশ বলেছে, বাবুল সরদার আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত গেটের গ্রিলে ঝুলে রাত তিনটার দিকে আত্মহত্যা করেছে। এই ষ্পর্শকাতর ঘটনায় এএসআই শেখ সোহেল ও কনস্টেবল শরিফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।