কল্যাণ রিপোর্ট: বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দৈনিক কল্যাণ আয়োজন করেছে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতার। গতকাল রোববার এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন, ঘোপ নওয়াপাড়া রোডের শিমু, ষষ্টিতলা পিটিআই রোডের সেহরি মুস্তাফিজ, বুনোপাড়া রোডের সিরাত মুস্তাফিজ, পঙ্গু হাসপাতালের সামনের তানজিল রায়হান সুপ্রিয় ও কারবালা রোডের রাকিবুল আলম। সবাই তাদের পুরস্কার বুঝে নিয়েছেন। গতকাল পুরস্কার বিতরণ করেন কল্যাণ সম্পাদাক একরাম-উদ-দ্দৌলা, উপদেষ্টা সম্পাদক রুকুনউদ্দৌলাহ, নির্বাহী সম্পাদক শাহাদত হোসেন কাবিল ও প্রধান প্রতিবেদক সালমান হাসান।