নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে প্রথম ম্যাচের মুখোমুখি হওয়ার কথা ছিল চৌগাছা ক্রীড়া চক্র ও নব দিশারী ক্রীড়া চক্রের। তবে বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যায়। তাই লিগের ১৩ ম্যাচ শেষ হলেও মাঠে নামা হয়নি চৌগাছা ক্রীড়া চক্রের।
বৃহস্পতিবার প্রথমবারের মত মাঠে নেমেই সহজ জয় তুলে নেয় চৌগাছার দলটি। প্রতিপক্ষ মধুমিতা ক্রীড়া চক্রকে ১৬২ রানে আটকে ৭ উইকেটের জয় পায় তারা।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের এ ম্যাচে ৩১ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৬২ রানের দলীয় ইনিংস গড়ে মধুমিতা। ব্যাট হাতে দলের হয়ে কুরবান ১৭ বলে তিনটি চারে ১৪, এজাজ ৩০ বলে দু’টি চার ও একটি ছয়ে ২৪, সুফিয়ান ৩৯ বলে দু’টি চারে ২৩, আফ্রিদি ৫০ বলে চারটি চারে ২৮ ও হৃদয় ১৬ বলে একটি চার ও ছয়ে ১৬ রান করেন। অতিরিক্ত থেকে তাদের দলীয় ইনিংসে যোগ হয় ৪২ রান।
বল হাতে চৌগাছার পক্ষে শান্ত ৩২ রানে চারটি, আবির ২১ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুন্না ও ইসরাফিল।
১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক ইয়াছিনের অর্ধশতকে ৩২ ওভার তিন বলে সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চৌগাছা।
চৌগাছার ব্যাট হাতে নাজমুল ৩০ বলে দু’টি চারে ২৫, সাইফুর ৩১ বলে একটি ছয়ে ১৫, ইয়াছিন ৬১ বলে ছয়টি চারে অপরাজিত ৫০, আবির ১৯ বলে দু’টি চারে ১৬ ও শান্ত ৫৮ বলে তিনটি চার ও দু’টি ছয়ে অপরাজিত ৪০ রান করেন। বল হাতে মধুমিতার কুরবান ২৫ রানে দু’টি এবং আফ্রিদি নিয়েছেন একটি উইকেট।