Friday, August 12, 2022

দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ থেকে প্রথমে বিভাগে বিপনন

নিজস্ব প্রতিবেদক :

যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে বিপনন। সেই সাথে দলটি আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে বৃষ্টি বিঘিœত ম্যাচে তাদের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছে ইয়াং আরএন রোড। উল্লেখ্য, লিগের সেরা দুই দল আগামী মৌসুমে প্রথম বিভাগে লিগের খেলার যোগ্যতা অর্জন করবে।

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের ৩০মিনিট পরে খেলা শুরু হয়। এতে ৪০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিপনন। ব্যাট করতে নেমে ২৮ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানের দলীয় ইনিংস গড়ে ইয়াং আর এন রোড। পরে জবাব দিতে নেমে বিপনন তিন ওভার খেলার পর বৃষ্টি নামে। এর ফলে খেলা বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা। পরে খেলা শুরু হয় প্যারাবোলা ম্যাথডে বিপননের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ৫০ রান। এমন সহজ সমীকরণ নিয়েই তারা আট ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ইয়াং আর এন রোডের ব্যাটিং ইনিংসে রিফাত ৩০ বলে একটি চার ও ছয়ে ১৫, আকিব ৩২ বলে দু’টি চারে ২২ ও রিয়াজ ২৭ বলে চারটি ছয়ে ৩২ রান করেন।

বল হাতে বিপননের পক্ষে তারিক সামি ২৫ রানে তিনটি, নুর আট রানে ও আদনান সামি হৃদয় ১৮ রানে নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাইদুর, সাদমান ও নাসিম।

বিপননের ব্যাটিং ইনিংসে আদনান সামি হৃদয় ২০ বলে দু’টি চারে ১৮ রান করেন। বল হাতে ইয়াং আর এন রোডের পক্ষে রিফাত, মধু ও সাইমন প্রত্যেকেই নেন একটি করে উইকেট। আজ লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শতদল ক্লাব ও চৌগাছা ক্রীড়া চক্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধীদের অভয়ারণ্য

১০ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ১২টার দিকে...

নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান মির্জা ফখরুলের

কল্যাণ ডেস্ক : দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি নিহত

কল্যাণ ডেস্ক : বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি। তালেবান প্রশাসনের...

শোক দিবসে যশোর পৌর আ’লীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক...

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা কমিটির...

ন.পাড়া নৌবন্দরে আরও ২৩ অবৈধ ঘাট উচ্ছেদ

কামরুল ইসলাম, অভয়নগর : নওয়াপাড়া নৌবন্দরে আরও ২৩টি অবৈধ ঘাটের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার...