নিজস্ব প্রতিবেদক :
ও পিচ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। সে কারণে মাঠে গড়াচ্ছে না খেলা। এমনটিই জানিয়েছেন লিগের আহ্বায়ক নিবাস হালদার। এই ধাক্কা কাটিয়ে কবে থেকে তা মাঠে গড়াবে তা নিশ্চিত করতে পারেননি নিবাস হালদার।
এর আগে প্রথম দফায় লিগের খেলা ২০ তারিখে শুরু হওয়ার কথা ছিল। অনেকাংশে চূড়ান্ত করা হয়েছিল খেলার সূচি। পরবর্তীতে সেই সূচিতে পরিবর্তন এনে ২৩ জুন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে বর্ষা মৌসুম। এমন মৌসুমে শেষ পর্যন্ত লিগের খেলা কোন অবস্থার মধ্যে শেষ হবে সেটিই এখন ভাবিয়ে তুলেছে আয়োজকদের।